
মঙ্গলবার ০৬ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: পরীক্ষার খাতা দেখছেন পিওন। ঘটনার কথা প্রকাশ্যে আসতেই কর্তব্যে গাফিলতির জন্য তড়িঘড়ি কলেজের প্রিন্সিপাল ও এক প্রফেসরকে সাসপেন্ড করা হয়েছে।
মধ্যপ্রদেশের নর্মদাপুরম জেলার একটি সরকারি কলেজে এই ঘটনা ঘটেছে বলে অভিযোগ। ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়েছে। যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি আজকাল ডট ইন। সেই ভিডিওয় দেখা গেছে, ওই সরকারি কলেজে পরীক্ষার খাতা দেখছেন এক পিওন। জানা গেছে, ভিডিওটি প্রকাশ্যে আসতেই কলেজ পড়ুয়ারা যোগাযোগ করেন স্থানীয় বিধায়ক ঠাকুরদাস নাগবংশীর সঙ্গে। তিনিই কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। এরপরই দ্রুততার সঙ্গে পদক্ষেপ নেওয়া হয়। রাজ্যের যুবকল্যাণ মন্ত্রী বিশওয়াস সরং জানিয়েছেন, কলেজের প্রিন্সিপাল ও এক নোডাল অফিসারকে সাসপেন্ড করা হয়েছে। মন্ত্রী আরও জানিয়েছেন, যে প্রফেসর খাতা দেখার কাজ পিওনকে দিয়েছিল তাঁর বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। মন্ত্রী জানান, ‘এই ঘটনা যাতে না ঘটে সেদিকে নজর রাখা হবে। সরকার সর্বদা উচ্চশিক্ষার মান বজায় রাখতে সচেষ্ট। এই ঘটনা অত্যন্ত দুর্ভাগ্যজনক ও ক্ষমার অযোগ্য। দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’
কলেজের প্রিন্সিপাল রাকেশ ভার্মা জানিয়েছেন, তাঁকে ও প্রফেসর রামগুলাম প্যাটেলকে গত ৪ এপ্রিল সাসপেন্ড করা হয়েছে। পাশাপাশি তিনি সাফাই দিয়ে বলেছেন, উত্তরপত্র দেখার কাজ এক অতিথি শিক্ষককে দেওয়া হয়েছিল। যিনি ওই পিওনকে খাতা দেখার দায়িত্ব দিয়েছিলেন।
প্রিন্সিপালের আরও দাবি, ঘটনাটি ঘটেছিল জানুয়ারি মাসে। ঘটনার ভিডিও অনেক পরে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। ইতিমধ্যেই সাসপেনশন তুলে নেওয়ার জন্য তিনি উচ্চশিক্ষা দপ্তরের কাছে আবেদন করেছেন।
রাজা, সম্রাট, ছত্রপতি, নবাব, বাদশাহ-র মধ্যে পার্থক্য কী? জেনে নিন
ভারত-পাক উত্তাপে জাফরানের রেকর্ড দাম বৃদ্ধি, এক কেজির দাম পাঁচ লক্ষ!
কাঁপছে ইসলামাবাদ, ভারতের হাত থেকে রক্ষায় এবার রাজস্থান সীমান্তে ঘুঁটি সাজাচ্ছে পাক বাহিনী
‘সকলকে বেছে বেছে জবাব দেওয়া হবে’, পহেলগাঁও কাণ্ডে মুখ খুললেন স্বরাষ্ট্রমন্ত্রী শাহ, কড়া হুঙ্কার
যদ্ধের আবহে ভারতীয় শিখ সেনাদের তাতাতে মরিয়া প্রয়াস খালিস্তানি পান্নুর, পাকিস্তানকে সহায়তার ঘোষণা
দাড়ির জন্য ডিভোর্স! মীরাটে দেওরকে নিয়ে চম্পট দিল বৌদি!
দিল্লির সাতটি মুঘল স্মারকে অবৈধ দখল: তথ্যের অধিকার আইন
‘চুল ছুঁয়ে বেরিয়ে গেল গুলি’, পহেলগাঁওয়ে বেঁচে গিয়েছেন এক চুলের জন্য, সামনে এল শিউরে ওঠা কাহিনি
স্বচ্ছ ভারত মিশনের দশ বছরে, নিকাশী শ্রমিকদের জন্য নিরাপত্তা ও সম্মান এখনো অধরা
গুগল ম্যাপের বিভ্রাটের কারণে ভাঙতে বসেছিল বিয়ে, ঘটনা শুনলে অবাক হবেন আপনিও